দেশের দক্ষিণ- পশ্চিমাঞ্চলের ২১জেলার প্রবেশদ্বার হিসেবে খ্যাত দৌলতদিয়া ফেরীঘাটে কর্মস্থলে ফেরা ঢাকামুখী মানুষের ভিড় অব্যহত রয়েছে। তবে ঘাটে ঢাকা ফেরত যাত্রীদের চাপ কম দেখা গেছে।
সকাল থেকেই দেশের বিভিন্ন জেলা থেকে আসা যাত্রীরা দৌলতদিয়া ফেরীঘাটে এসে জড়ো হতে দেখা যায়।।তবে দীর্ঘক্ষণ ফেরী ঘাটে অবস্থান করলেও ফেরী পরিপূর্ণ না হওয়া পর্যন্ত তারা নদী পাড়ি দিতে পারছেন না।
সেক্ষেত্রে ফেরীর পন্টুনে অপেক্ষায় থাকা যাত্রীরা গাদাগাদী করে ফেরীতে উঠে যাচ্ছেন ।
সরেজমিন শুক্রবার সকাল থেকে দুপুর ১টা পর্যন্ত দৌলতদিয়া ৫নম্বর ফেরী ঘাটে অবস্থান করে দেখা যায়, ঢাকা নামক ফেরীতে প্রায় ৫'শতাধিক যাত্রী নিয়ে পাটুরিয়ার উদ্দেশ্যে দৌলতদিয়া ঘাট থেকে ছেড়ে দেখার চিত্র দেখা গেছে।
যশোর জিকড়গাছা থেকে আসা ঢাকামুখী যাত্রী গোলাম সরোয়ার বলেন, কঠোর লকডাউনের মধ্যে ঈদের আগে মাগুরায় শ্বশুরবাড়ি গিয়েছিলাম। এতাদিন আটকে থেকে ঢাকায় ফিরতে না পেরে পরিবার নিয়ে ঢাকায় উদ্দেশে যাচ্ছি, কিন্তু ঈদের পরে যে ফেরীতে এতো ভীড় হবে জানতে পারিনি।আমাদের ফেরীতে প্রায় ৫'শ ওপরে যাত্রী নিয়ে নদী পারি দিচ্ছি।
ঢাকা ফেরত যাত্রী সালমা আক্তার বলেন,ঈদ হলেও চাকরী করা কালীন সময়ে ছুটি না থাকায় ঈদে বাড়ি যেতে পারিনি,তাই বাবা মায়ের সাথে ছুটি পেয়ে দেখা করতে ঝিনাইদাহ গ্রামের বাড়ি যাছি বলে জানান তিনি।
বিআইডব্লিউটিসির ৫ নম্বর ফেরীঘাটে দায়িত্বরত কম্পিউটার অপারেটর মোঃ রাজু হাওলাদার বলেন,দৌলতদিয়া- পাঁটুরিয়া নৌরুটে ঢাকামুখী যাত্রীদের চাপ অনেকটা বেড়েছে। প্রতিটি ফেরীতেই যাত্রীরা পরিবার পরিজন নিয়ে নদী পাড়ি দিচ্ছেন বলে জানান এই কর্মকর্তা।
এ বিষয়ে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের (বিআইডাব্লিউটিসি) দৌলতদিয়া ঘাট ব্যবস্থাপক (বাণিজ্য) মো. জামাল হোসেন বলেন, বৈরী আবহাওয়ার সাথে ঝড়োবৃষ্টি হওয়ায় ফেরিতে যানবাহন কম। তাই সকাল থেকে সাধারণ যাত্রীরাই পার হচ্ছে।
বর্তমানে এ নৌরুটে ছোট বড় মিলিয়ে ৯ টি ফেরি চলাচল করছে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।