বাগদাদে স্মরণকালের সর্ববৃহৎ মার্কিন বিরোধী বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: শুক্রবার ২৪শে জানুয়ারী ২০২০ ০৮:২৯ অপরাহ্ন
বাগদাদে স্মরণকালের সর্ববৃহৎ মার্কিন বিরোধী বিক্ষোভ

বাগদাদে স্মরণকালের বৃহত্তম মার্কিন বিরোধী গণ-বিক্ষোভ শুরু হয়েছে। কয়েক দশকের মধ্যে এত বড় মার্কিন বিরোধী বিক্ষোভ ইরাকে আর দেখা যায়নি। বাগদাদের অধিবাসীরা ছাড়াও ইরাকের বিভিন্ন প্রদেশ থেকে শিয়া, সুন্নি, কুর্দি ও আরব গোত্রগুলো এই মহাবিক্ষোভে যোগ দিচ্ছেন।

বিক্ষোভকারীদের বেশিরভাগের হাতেই রয়েছে আল্লাহু আকবর বা আল্লাহ সর্বশ্রেষ্ঠ বাক্য খচিত ইরাকের জাতীয় পতাকা এবং বড় বড় ব্যানারে লেখা রয়েছে মার্কিন বিরোধী শ্লোগান।

বিক্ষোভকারীরা শ্লোগান দিচ্ছেন, আমেরিকা ধ্বংস হোক, ইসরাইল ধ্বংস হোক। ইরাক থেকে এখনই বের হও মার্কিন সেনারা। নো টু আমেরিকা বা মার্কিনিদের প্রতি না। ইরাকের আজকের শান্তিপূর্ণ মহাবিক্ষোভকে ১৯২০ সালে অনুষ্ঠিত ইরাকের ইসলামী বিপ্লব বা গণ-অভ্যুত্থানের সঙ্গে তুলনা করা হচ্ছে।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব