
যুক্তরাষ্ট্রের ভারমন্টের ছোট্ট শহর ফেরায় হ্যাভেন। শহরটির জনসংখ্যা মাত্র আড়াই হাজার। সেই শহরের মেয়র নির্বাচিত হয়েছে একটি ছাগল। তার প্রতিদ্বন্দ্বী ছিল একটি কুকুর। লিঙ্কন নামের ছাগলটির বয়স ৩ বছর। মেয়রের পদে নির্বাচন করে ১৩টি ভোট পেয়ে নিকটবর্তী প্রতিদ্বন্দ্বী কুকুরকে হারিয়ে দিয়েছে সে। ফেরায় হ্যাভেন শহরে প্রকৃত পক্ষে কোনো মেয়র পদ নেই। ম্যানেজারের পদে রয়েছেন জোশেফ গুন্টার নামের এক ব্যক্তি। তিনিই সম্মানসূচক মেয়র পদ তৈরি করে সেই পদে প্রতিদ্বন্দ্বীতা করান ছাগলটিকে।

ইনিউজ ৭১/এম.আর