শহরের মেয়র হলো ছাগল!

নিজস্ব প্রতিবেদক
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: বুধবার ১৩ই মার্চ ২০১৯ ১০:০৬ পূর্বাহ্ন
শহরের মেয়র হলো ছাগল!

যুক্তরাষ্ট্রের ভারমন্টের ছোট্ট শহর ফেরায় হ্যাভেন। শহরটির জনসংখ্যা মাত্র আড়াই হাজার। সেই শহরের মেয়র নির্বাচিত হয়েছে একটি ছাগল। তার প্রতিদ্বন্দ্বী ছিল একটি কুকুর। লিঙ্কন নামের ছাগলটির বয়স ৩ বছর। মেয়রের পদে নির্বাচন করে ১৩টি ভোট পেয়ে নিকটবর্তী প্রতিদ্বন্দ্বী কুকুরকে হারিয়ে দিয়েছে সে। ফেরায় হ্যাভেন শহরে প্রকৃত পক্ষে কোনো মেয়র পদ নেই। ম্যানেজারের পদে রয়েছেন জোশেফ গুন্টার নামের এক ব্যক্তি। তিনিই সম্মানসূচক মেয়র পদ তৈরি করে সেই পদে প্রতিদ্বন্দ্বীতা করান ছাগলটিকে।

শহরে একটি খেলার মাঠ তৈরি করতে চাইছিলেন গুন্টার। কিন্তু তার কাছে উপযুক্ত অর্থ ছিল না। তাই তিনিই পরিকল্পনা করেন মেয়র পদে নির্বাচন করানোর। তিনি ঘোষণা করেন, মেয়র পদটি হবে সাম্মানিক। আর এই ভোটে অংশ নেবে গৃহপালিত পশুরা। নির্বাচনে অংশগ্রহণ করার জন্য প্রত্যেক প্রার্থীকে জমা দিতে হবে পাঁচ ডলার করে। এভাবে মাঠ তৈরির জন্য টাকাও উঠে যায়। যেই ভাবা সেই কাজ। লিঙ্কনসহ ১৫টিরও বেশি গৃহপালিত পশু প্রার্থী হয়। তাদের মধ্যে নির্বাচনে সর্বোচ্চ ১৩টি ভোট পেয়ে মেয়র নির্বাচিত হয়েছে ছাগলটি। লিঙ্কন স্থানীয় একটি স্কুলের শিক্ষিকার গৃহপালিত পশু। তার নিকটবর্তী প্রতিদ্বন্দ্বী ছিল একটি কুকুর।

ইনিউজ ৭১/এম.আর