
প্রকাশ: ১০ মার্চ ২০১৯, ১৮:২০

জাপানের নিগাতাপ্রদেশে শনিবার মধ্যরাতে সাগরে একটি যাত্রীবাহী জাহাজের সঙ্গে বিশাল এক তিমির ধাক্কায় অন্তত ৮০ যাত্রী আহত হয়েছেন। সাদো স্টিম শিপ কোম্পানির দ্রুত গতিসম্পন্ন হাইড্রোফয়েল জাহাজটি নিগাতা বন্দর থেকে শনিবার স্থানীয় সময় রাত সোয়া ১২টার দিকে সাদো দ্বীপে ফিরছিল। খবর জাপান টুডে, বিবিসি ও এনএইচকে। জাহাজটি জেট ইঞ্জিনের সাহায্যে ঘণ্টায় ৮০ কিলোমিটার গতিতে চলতে পারে। তিমির সঙ্গে সংঘর্ষে জাহাজটির একটি হাইড্রোফয়েল উইং ক্ষতিগ্রস্ত হয়েছে।

ইনিউজ ৭১/এম.আর