তুরস্কের ইস্তানবুলে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আয়োজিত মিছিলে টিয়ার গ্যাস ও কুকুর লেলিয়ে দিয়ে কর্মসূচি পণ্ড করে দিয়েছে দেশটির পুলিশ। শুক্রবার ইস্তানবুলের সেন্ট্রাল অ্যাভিনিউয়ে হাজার হাজার নারীদের ওই মিছিল পণ্ড করে দেয় পুলিশ। খবর এএফপির। মিছিলে যোগ দিতে ইস্তিকাল অ্যাভিনিউয়ের প্রবেশ মুখে সমবেত হয় অসংখ্য নারী। অনেক নারীকে নানা রঙের পরচুলা ও মুখোশ পরা অবস্থায় দেখা যায়।
এসময় পুলিশ নারীদের থামিয়ে দেয়ার চেষ্টা করলে ক্ষুব্ধ হয়ে ওঠে বিক্ষোভকারীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ার গ্যাস ছুঁড়তে শুরু করে। একপর্যায়ে মিছিল ছত্রভঙ্গ করতে নারীদের পেছনে কুকুর লেলিয়ে দেয় পুলিশ। এতে বিক্ষোভে অংশ নেয়া নারীরা আশেপাশে ছোটাছুটি করতে থাকেন। এসময় অধিকাংশ পালিয়ে গেলেও অনেক নারীই স্লোগান দিতে থাকেন, 'আমরা শান্ত হবো না, আমরা ভীত নই।'
ইনিউজ ৭১/এম.আর
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।