ভারতীয় বিমান বাহিনীর মিগ-২১ নামে একটি যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়েছে। তবে এর পাইলট নিরাপদে বের হয়ে যেতে সক্ষম হয়েছেন বলে জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যমগুলো। রাজস্থানের বিকানারে নিয়মিত প্রশিক্ষণের অংশ হিসেবে উড়াল দেওয়ার পর শুক্রবার (০৮ মার্চ) বিকেলে প্লেনটি বিধ্বস্ত হয়।
এদিকে ওই ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে। তবে সূত্রের বরাতে দেশটির সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, পাখির সঙ্গে ধাক্কা লাগায় প্লেনটি বিধ্বস্ত হয়েছে। কোনো কোনো সংবাদ মাধ্যম যান্ত্রিক ত্রুটির তথ্যও জানিয়েছে।গত কয়েক মাসে বিচ্ছিন্নভাবে ভারতীয় বিমান বাহিনীর বেশ কয়েকটি প্লেন বিধ্বস্তের ঘটনা ঘটেছে। কোনো কোনো ঘটনায় পাইলটেরও মৃত্যু হয়েছে।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।