
প্রকাশ: ৭ মার্চ ২০১৯, ২২:২৩

‘প্লেয়ার্স আননোন ব্যাটল গ্রাউন্ড’, সংক্ষেপে ‘পিইউবিজি’ বা পাবজি। সেই পাবজি গেমের নেশা কি ক্রমশই মারণ ব্যধিতে পরিণত হচ্ছে, এই প্রশ্নই এখন সর্বত্র। কিছুদিন আগেই মন দিয়ে পাবজি খেলতে পারছেন না —এই অভিযোগ তুলে নিজের অন্তঃসত্ত্বা স্ত্রীকে ডিভোর্স দিয়েছিলেন এক ব্যক্তি। পাবজি খেলার জন্য তাকে দামি ফোন কিনে না দেওয়ার অভিমানে মুম্বইয়ের এক কিশোরের আত্মঘাতী হওয়ার খবরও এসেছিল সামনে। সেই তালিকাতেই এবার যোগ হল পাবজি খেলার নেশায় বুঁদ এক কিশোরের জলের বদলে অ্যাসিড খেয়ে ফেলা।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব