ইংল্যান্ডে বাস করা ১০ বছর বয়সী শিশু হামিশ বিরল এক রোগে আক্রান্ত হয়েছে। শিশুটির কিডনি অবস্থান করছে তার পায়ে। বিরল এই রোগের নামকরণ চিকিৎসকেরা করেছেন হামিশের নামেই। তারা এর নাম দিয়েছেন ‘হামিশ সিনড্রোম’। তাদের মতে, জিনগত কোনো একটি সমস্যার কারণেই হামিশ এই রোগে আক্রান্ত হয়েছে। এই রোগে শরীরের কোনো গুরুত্বপূর্ণ অঙ্গ সঠিক অবস্থানে না থেকে অন্য স্থানে থাকতে পারে। হামিশই একমাত্র মানুষ যার শরীরে 7p22.1 নামক একটি নির্দিষ্ট ক্রোমোজোম নেই। আর এ কারণেই তার কিডনি সঠিক অবস্থানে নেই।
তবে চিকিৎসা ক্ষেত্রে এমন ঘটনার নজির নেই বলে জানিয়েছেন চিকিৎসকদল। এ বিষয়ে স্থানীয় সংবাদমাধ্যমকে হামিশের বাবা-মা জানান, নির্দিষ্ট সময়ের প্রায় ৬ সপ্তাহ আগে ৯০০ গ্রাম ওজন নিয়ে জন্মগ্রহণ করে হামিশ। ১৭ মাস বয়সে সে মাম্মি শব্দ প্রথম উচ্চারণ করে। এরপর ছয় বছরের আগ পর্যন্ত হামিশ কোনো কথা বলেনি। শারীরিক সমস্যা থাকলেও হামিশ নিয়মিত স্কুলে যায়। পাশাপাশি ক্যারাতে স্কুলেও ভর্তি হয়েছে সে। এ সমস্যার কারণে হামিশ ভুগছে অন্যান্য কিছু অসুখেও। শ্বাসকষ্ট, স্পাইনাল সমস্যা, নতুন কিছু শিখতে আর শুনতেও সমস্যা হয় তার। কথা বলার জন্য কম্পিউটারের সাহায্য নিতে হয় তাকে। তবে তার অন্য কিডনি সঠিক জায়গাতেই আছে আর সেটি স্বাভাবিকভাবেই কাজ করছে।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।