ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন আজ। শুক্রবার (১৭ সেপ্টেম্বর) ৭১ বছরে পা রেখেছেন প্রভাবশালী এ নেতা। তার জন্মদিনকে ঘিরে ভারতজুড়ে করোনারোধী টিকাদানের মহোৎসব শুরু করেছে ক্ষমতাসীন বিজেপি। একদিনে সর্বোচ্চ টিকাদানের রেকর্ড ভাঙার লক্ষ্য নিয়েছে তারা।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবর অনুসারে, মোদির জন্মদিন ও ‘জনসেবায় ২০ বছর’ পূর্তি উপলক্ষে ২০ দিনব্যাপী ‘সেবা ও সমর্পণ অভিযান’ শুরু করেছে বিজেপি।
গত ২১ জুন ৮৮ লাখ ৯ হাজার টিকা দিয়ে একদিনে সর্বোচ্চ টিকাদানের নতুন রেকর্ড গড়েছিল ভারত। গত ২৭ আগস্ট সেটি ভেঙে নতুন রেকর্ড গড়ে দেশটি। ওই দিন বিশ্বে প্রথমবার কোনো দেশে একদিনে এক কোটির বেশি টিকা দেওয়ার রেকর্ড গড়ে ভারত। বিজেপির লক্ষ্য, মোদির জন্মদিনে সেই রেকর্ডও ছাপিয়ে যাওয়া।
এরই মধ্যে বিশাল এ কর্মসূচির সব প্রস্তুতি সম্পন্ন করেছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। দৈনিক টিকাদানের হার দ্বিগুণ করতে সরকারি কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে। নামানো হয়েছে বিপুল সংখ্যক স্বেচ্ছাসেবী।
আগামী ৭ অক্টোবর পর্যন্ত চলবে এ কর্মসূচি। টিকাদানের পাশাপাশি এতে পরিচ্ছন্নতা অভিযান ও রক্তদান ক্যাম্পেইনেরও আয়োজন থাকছে। এছাড়া বিজেপি কর্মীরা নিজেদের জনসেবায় নিয়োজিত রাখার প্রতিশ্রুতি দিয়ে ভারতীয় প্রধানমন্ত্রীর কাছে পাঁচ কোটি পোস্টকার্ড পাঠাবেন বলেও ঠিক করা হয়েছে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।