তিন মাসেও তারেক রহমানের মামলা প্রত্যাহার হচ্ছে না কেন- জয়নুল আবদিন ফারুক

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: রবিবার ২৪শে নভেম্বর ২০২৪ ০৪:৫৩ অপরাহ্ন
তিন মাসেও তারেক রহমানের মামলা প্রত্যাহার হচ্ছে না কেন- জয়নুল আবদিন ফারুক

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, “তিন মাস হয়ে গেছে, এখনো কেন তারেক রহমান দেশে আসতে পারেনি? কেন তার বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার করা হয়নি?” তিনি সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, "যেসব নেতার বিরুদ্ধে মিথ্যা মামলা করা হয়েছে, সেগুলোর সবই প্রত্যাহার করতে হবে।"


রোববার (২৪ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে নবীন দল আয়োজিত এক অবস্থান কর্মসূচিতে এসব মন্তব্য করেন ফারুক। কর্মসূচিতে উপস্থিত বিএনপির নেতারা তার বক্তব্যের প্রতি সমর্থন জানিয়ে সরকারের বিরুদ্ধে অবস্থান নেন।


জয়নুল আবদিন ফারুক বলেন, “আমরা জানি, জনগণের দাবি বলতে কিছু আছে। তবে সরকারের কাছে এমন কোনো দাবি করা উচিত নয়, যা জনগণের মধ্যে অশান্তি সৃষ্টি করতে পারে।” তিনি আরও বলেন, “৫ আগস্টের পর থেকে আমাদের কথা বলার অধিকার জনগণ অর্জন করেছে। দুই হাজারের বেশি ছাত্র-জনতা তাদের রক্তের বিনিময়ে আমাদের কথা বলার অধিকার দিয়েছে। তাই এখন এই সরকারের বিরুদ্ধে কথা বলার সময় নয়।”


তিনি সরকারের প্রতি আরো একযোগ দাবি জানিয়ে বলেন, “অন্তর্বর্তী সরকার নির্বাচনের একটি রোডম্যাপ ঘোষণা করুক, যাতে দেশের জনগণ তাদের ভোটের অধিকার প্রয়োগ করতে পারে, তাদের পছন্দমতো প্রার্থীকে বিজয়ী করতে পারে।” তিনি আরো বলেন, “তবে দেরি করা যাবে না। যদি দেরি হয়, ষড়যন্ত্র শুরু হবে। যত দ্রুত সম্ভব নির্বাচন আয়োজন করতে হবে, আর কোনো ধরনের সংস্কারের নামে নির্বাচনকে পিছিয়ে দেওয়া যাবে না।”


নবীন দলের সভাপতি হুমায়ুন কবির বেপারীর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মসূচিতে বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, ‘দেশ বাঁচাও, মানুষ বাঁচাও’ আন্দোলনের সভাপতি কেএম রকিবুল ইসলাম রিপন, গণতান্ত্রিক পার্টির সাংগঠনিক সম্পাদক মীর আমির হোসেন আমু, নবীন দলের সাধারণ সম্পাদক রাজু আহমেদসহ আরও অনেক নেতারা উপস্থিত ছিলেন।


নবীন দলের নেতারা তাদের বক্তৃতায় সরকারের বিরুদ্ধে তীব্র সমালোচনা করেন এবং দেশের রাজনৈতিক পরিস্থিতি দ্রুত সমাধান করার আহ্বান জানান।