ঝালকাঠিতে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
মো. নাঈম হাসান ঈমন, জেলা প্রতিনিধি ঝালকাঠি
প্রকাশিত: মঙ্গলবার ২৬শে নভেম্বর ২০২৪ ০৪:৫৯ অপরাহ্ন
ঝালকাঠিতে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

ঝালকাঠির নলছিটিতে "দুর্নীতি দমনে প্রতিকার নয়, প্রতিরোধই শ্রেয়" প্রতিপাদ্যে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৭ নভেম্বর) সকাল ১১টায় সরকারি নলছিটি মার্চেন্টস মাধ্যমিক বিদ্যালয়ে এ বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি এই প্রতিযোগিতার আয়োজন করে। 


প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আনোয়ার আজিম এবং নলছিটি সরকারি মার্চেন্টস মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. খায়রুল বাসার। 


উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. সামছুল আলম খান বাহারের সভাপতিত্বে অনুষ্ঠিত এ বিতর্ক সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক ও নলছিটি প্রেস ক্লাবের সভাপতি মো. এনায়েত করিম, কমিটির সদস্য মাওলানা আব্দুল কুদ্দুস প্রমুখ। 


এ বছর অনুষ্ঠিত বিতর্ক প্রতিযোগিতায় সরকারি নলছিটি মার্চেন্টস মাধ্যমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন নির্বাচিত হয়, এবং নলছিটি গার্লস স্কুল এন্ড কলেজ রানার্সআপ হিসেবে পুরস্কৃত হয়। বিজয়ী দলের হাতে ক্রেস্ট তুলে দেন অতিথিরা।


বিতর্ক প্রতিযোগিতায় মডারেটরের দায়িত্ব পালন করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য প্রভাষক মো. আমির হোসেন। বিচারকের দায়িত্বে ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আনোয়ার আজিম, প্রেস ক্লাব সভাপতি মো. এনায়েত করিম এবং সরকারি কলেজের প্রভাষক মল্লিক মনিরুজ্জামান। 


এসময় উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যবৃন্দ, শিক্ষক-শিক্ষিকা এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। শেষে অতিথিরা বিজয়ী দল এবং রানার্সআপ দলকে ক্রেস্ট প্রদান করেন।