মাদারীপুরে জেলায় কর্মরত গণমাধ্যমকর্মীদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। জেলার সার্কিট হাউসের হলরুমে বুধবার দিনব্যাপী এই কর্মশালার আয়োজন করে বাংলাদেশ প্রেস কাউন্সিল। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মো. নিজামুল হক নাসিম।
এ ছাড়া আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের সদস্য এমজি কিবরিয়া চৌধুরী, মাদারীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাইফুল ইসলাস, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মনিরুজ্জামান ফকির।
কর্মশালায় মাদারীপুর জেলা ও উপজেলার শতাধিক গণমাধ্যমকর্মী অংশ নেয়। এতে সাংবাদিকতার নীতি, নৈতিকতা ও প্রেস কাউন্সিল আইন নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি ডিজিটাল নিরাপত্তা আইন নিয়েও আলোচনা করেন অতিথিরা। এ সময় সাংবাদিকতা কাজের ক্ষেত্রে আরো বেশি দায়িত্বশীল হওয়ার আহবান জানান তারা।
এছাড়া জেলায় কর্মরত গণমাধ্যমকর্মীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বক্তারা। পরে কর্মশালায় অংশ নেয়া সবার হাতে সনদ তুলে দেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মো. নিজামুল হক নাসিম।
বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মো. নিজামুল হক নাসিম বলেন, ডিজিটাল নিরাপত্তা আইন সবার জন্যই করা হয়েছে। এই আইন শুধু সাংবাদিকদের জন্য করা হয়নি। তবে, সাংবাদিকদের ক্ষেত্রে এই আইন প্রয়োগে নানা নির্দেশনাও রয়েছে। চাইলে এই আইন দিয়ে কাউকেই হয়রানি করা যাবে না। ডিজিটাল নিরাপত্তা আইন প্রয়োগে আইনশৃঙ্খলাবাহিনীও সতর্ক অবস্থায় থাকতে বলা হয়েছে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।