
প্রকাশ: ৬ ফেব্রুয়ারি ২০২০, ০:২৩

সাড়ে চারশো কোটি টাকার লোভনীয় প্রস্তাব! তাতে কি সায় দেবেন লিওনেল মেসি! প্রিয় ক্লাব বার্সেলোনা ছেড়ে অন্য কোথাও যাবেন আর্জেন্টাইন সুপারস্টার? এতগুলো প্রশ্নের উত্তর পেতে কিছুদিন সময় লাগবে বটে। তবে ইউরোপিয়ান ফুটবলে কান পাতলে শোনা যাচ্ছে, এবার হয়তো মেসি ঘরবদল করবেন! তবে মেসির বার্সেলোনা ছাড়ার কারণ আসলে লোভনীয় আর্থিক প্রস্তাব নয়। অন্তর্দ্বন্দ্ব।
লিওনেল মেসির সঙ্গে বার্সেলোনার চুক্তির মেয়াদ শেষ হবে ২০২১ সালের শুরুতেই। কিন্তু এখনও ক্লাবটি নতুন করে কিং লিওয়ের সঙ্গে চুক্তি করেনি। আর তাতেই গুঞ্জন, কাতালান ক্লাব ছাড়তে পারেন আর্জেন্টিনা ফরোয়ার্ড। এরইমধ্যে তাকে পেতে তৎপরতা শুরু করেছে প্রিমিয়ার লিগ জায়ান্ট ম্যানচেস্টার সিটি।
বার্সেলোনার সঙ্গে মেসি এখনো নতুন করে চুক্তি না করার পেছনে শর্ত রেখেছেন যে, মৌসুম শেষে তাকে বিনা মূল্যে ছেড়ে দিতে হবে। অর্থাৎ নতুন কোনও ক্লাবে যোগ দিলে সংশ্লিষ্ট ক্লাবকে মেসির বিনিময়ে বিপুল পরিমাণ অর্থ দিতে হবে না বার্সেলোনা এফসিকে। সব মিলিয়ে খবরটা নিঃসন্দেহে উৎসাহিত করছে ইউরোপের বড় ক্লাবগুলিকে।
বার্সার স্পোর্টিং ডিরেক্টর এরিক আবিদালের সঙ্গে ঝামেলা লেগে যাওয়ায় মেসির ক্লাব ছাড়ার সম্ভাবনা প্রবলভাবে উঁকি দিতে শুরু করেছে। এক সাংবাদিক সম্মেলনে আবিদাল অভিযোগ করেন আগের কোচ ভালভার্দের সময় দলের কিছু ফুটবলরা দায়িত্ব নিয়ে খেলতেন না। যে কারণে চোটেছেন মেসি, ‘খেলোয়াড়দের দিকে আঙুল তুললে নির্দিষ্ট করে নাম নেওয়া উচিত। না হলে সব ফুটবলারকেই অসম্মান করা হয়।’

মেসির ঐ বক্তব্যের পরই পরিস্থিতি এতটাই উত্তপ্ত যে, কোচ সেতিয়েনকে বিবৃতি দিতে হয়েছে যে, এই ঝামেলার রেশ পড়বে না দলের পারফরম্যান্সে। বার্সার সঙ্গে মেসির সমস্যা কতটুকু গড়িয়েছে সে পর্যন্ত না ভেবে তাকে দলে ভেড়ানোর পরিকল্পনা করছে ক্লাবগুলো। ইএসপিএনের তথ্যমতে, মেসি বার্সা ছাড়তে চাইলে ম্যানচেস্টার সিটি তাকে কিনতে প্রস্তুত। আর এ দলের দায়িত্বে আছেন সাবেক বার্সা কোচ পেপ গার্দিওয়ালা।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব