পাঁচ বছর বিয়ে করতে পারবে না নারী ফুটবলাররা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: রবিবার ১৩ই জানুয়ারী ২০১৯ ১২:১৪ অপরাহ্ন
পাঁচ বছর বিয়ে করতে পারবে না নারী ফুটবলাররা

বাফুফের নারী ফুটবল উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরন জানিয়েছেন, চুক্তির আওতায় থাকা নারী ফুটবলাররা পাঁচ বছর বিয়ে করতে পারবে না। এদিকে সম্প্রতি বাফুফের এমন বক্তব্যের পরই ক্রীড়াঙ্গনে এ নিয়ে সমালোচনা শুরু হয়েছে।এ বিষয়ে মাহফুজা আক্তার কিরন সম্প্রতি গণমাধ্যমকে জানান, চুক্তির আওতায় থাকা নারী ফুটবলাররা পাঁচ বছর বিয়ে করতে পারবেন না। ক্যাম্পে থাকা নারী ফুটবলারদের অভিভাবকদের ডেকে এনে আরো কিছু শর্তাবলি যুক্ত করে চুক্তি সই করানোর পরিকল্পনাও করছে বাফুফে।

এ প্রসঙ্গে মহিলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদিকা ক্রীড়াবিদ কামরুন নাহার ডানা বলেন, বিষয়টি নিয়ে একটি সাধারণ নির্দেশনা থাকতে পারে। তবে কারো ব্যক্তিগত বিষয়ে হস্তক্ষেপ করা কোন সংস্থারই উচিত নয়। তিনি বলেন, চুক্তি কাগজ-কলম করে করা যায় না। বাফুফে যদি মেয়েদের পড়াশোনা করায়, মেয়েদের শিক্ষিত করে তুলতে পারে, তাহলে মেয়েরা নিজেরাই নিজেদের সিদ্ধান্ত নিতে পারবে। অন্য কারো কথায় তারা প্ররোচিত হবে না।

ইনিউজ ৭১/এম.আর