উন্নত চিকিৎসার দাবিতে আগারগাঁওয়ে সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

নিজস্ব প্রতিবেদক
জাহিরুল ইসলাম মিলন
প্রকাশিত: রবিবার ২রা ফেব্রুয়ারি ২০২৫ ০১:০১ অপরাহ্ন
উন্নত চিকিৎসার দাবিতে আগারগাঁওয়ে সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

উন্নত চিকিৎসার দাবিতে রাজধানীর আগারগাঁওয়ে মিরপুর রোডের উভয় পাশ দখলে নিয়ে বিক্ষোভ করছে জুলাই অভ্যুত্থানে আহতরা। রোববার বেলা সাড়ে ১১টায় তারা শ্যামলীর শিশুমেলা মোড় অবরোধ করে, যার ফলে মিরপুর রোডের উভয় দিকে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে শ্যামলী থেকে আগারগাঁও সড়কে চলাচলকারী যানবাহনের যাত্রীরা ভোগান্তিতে পড়েন।  


শনিবার রাত ১০টার পর পঙ্গু হাসপাতাল ও জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে চিকিৎসাধীন থাকা আহতরা সড়কে নেমে আসেন। তারা অভিযোগ করেন, উন্নত চিকিৎসার দাবি জানালেও এ বিষয়ে কেউ গুরুত্ব দিচ্ছেন না। রোববার সকালে আহতরা পঙ্গু হাসপাতালের দুই পাশে রাস্তার উপর বেঞ্চ, চেয়ার ও বাঁশ ফেলে আটকে রাখেন। কেউ কেউ সড়কে বিছানা পেতে শুয়ে পড়েন, যার ফলে শিশু মেলা থেকে আগারগাঁও ট্রাফিক সিগন্যাল পর্যন্ত যান চলাচল বন্ধ থাকে।  


আন্দোলনকারীদের নেতা কোরবান শেখ হিল্লোল বলেন, বিদেশি ডাক্তাররা তাদের পরীক্ষা করে মতামত দিয়েছেন। তাদের মধ্যে যাদের বিদেশে পাঠানো হয়েছে, তাদের শারীরিক অবস্থা এবং বর্তমান আহতদের অবস্থা একই বলে ডাক্তারদের মতামতে উঠে এসেছে। তিনি আরও বলেন, উন্নত চিকিৎসার দাবিতে তারা আন্দোলন চালিয়ে যাবেন।  


উল্লেখ্য, গত নভেম্বরে উন্নত চিকিৎসার দাবিতে সড়ক অবরোধ করেছিলেন গণঅভ্যুত্থানে আহতরা। সরকার ও জুলাই স্মৃতি ফাউন্ডেশন তাদের আর্থিক সহায়তা দেওয়ার পাশাপাশি চিকিৎসার বিষয়টিও দেখভাল করছে। তবে চিকিৎসাধীন ব্যক্তিদের অভিযোগ, তারা পর্যাপ্ত ও উন্নত চিকিৎসা পাচ্ছেন না।  


আন্দোলনকারীরা বলছেন, তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন। এই অবস্থায় সড়কে যান চলাচল বন্ধ থাকায় সাধারণ মানুষকে ভোগান্তি পোহাতে হচ্ছে। স্থানীয় বাসিন্দারা আশা করছেন, দ্রুত এই সমস্যার সমাধান হবে এবং আহতরা তাদের ন্যায্য দাবি পূরণ করতে সক্ষম হবেন।