সম্প্রতি নির্মিত হয়েছে মিউজিক্যাল ফিল্ম ‘পরদেশী প্রেম’। এই গানটিতে কন্ঠ দিয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী সাঈদ অমি। গানটি কথা লিখেছেন নাশিদা চৌধুরী। গানটির সুর করেছেন সাঈদ অমি নিজেই। সম্প্রতি মিউজিক ভিডিওটির শুটিং শেষ হয়েছে। ‘পরদেশী প্রেম’ মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন তরুণ নির্মাতা শাহজাদ তানভীর। আর মিউজিক ভিডিওতে অভিনয় করেছেন তরুণ মডেল-অভিনেত্রী ওনিন্দিতা মিমি ও তরুণ নির্মাতা-মডেল শাহজাদ তানভীর নিজের।
এ প্রসঙ্গে তানভীর বলেন, ‘পরদেশী প্রেম’ গল্পটি প্রায় দুই বছর আগের লিখা। শুধু সময়ের অপেক্ষায় ছিলাম বাস্তবে রুপ দেয়ার। গল্পটি একটি পাকিস্তানি মেয়ে ও বাংলাদেশী ছেলের। তিনি আরও বলেন, ‘গানটি একটি রোমান্টিক গান। মিউজিক ভিডিওর শুটিং শেষ করেছি এবং এডিট চলছে। এই ধরণের মিউজিক ভিডিও এর আগে কখনো হয়নি। আশা করি গানটি শ্রোতাদের মন ছুয়ে যাবে বলে মনে করেন। গানটি আগামী ভালোবাসা দিবসে প্রকাশিত হবে।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।