
প্রকাশ: ৫ মার্চ ২০১৯, ১:৪৯

অধিক নিরাপত্তা সম্বলিত ও দীর্ঘস্থায়ী ১০০ টাকার নতুন নোট বাজারে আসছে আগামী বৃহস্পতিবার (৭ মার্চ)। ওই দিন বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে এবং পরবর্তী সময়ে বাংলাদেশ ব্যাংকের অন্যান্য অফিস থেকে এ নোট ইস্যু করা হবে। বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব কমিউনিকেশন্স অ্যান্ড পাবলিকেশন্স মহাব্যবস্থাপক জি. এম. আবুল কালাম আজাদ এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, নতুন ১০০ টাকার নোটে বিদ্যমান ১০০ টাকা মূল্যমান ব্যাংক নোটের ডিজাইন ও রং অপরিবর্তিত রয়েছে।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব