নওগাঁর ধামইরহাটে ১৪ বিজিবির অভিযানে ২ শতাধিক ফেন্সিডিলসহ বিপুল পরিমান মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।
পত্নীতলার ১৪ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ হামিদ উদ্দিন পিএসসি জানান, গত ১৫ জুন রাত সাড়ে ১১ টায় ভূটিয়াপাড়া বিওপি’র টহল কমান্ডার নায়েব সুবেদার মাহাবুবুর রহমানের নেতৃত্বে দোগড় নামক এলাকায় অভিযান পরিচালনা করে ২৬ বোতল ভারতীয় নেশাজাতীয় কাশির সিরাপ আটক করা হয়।
অপরদিকে ১৬ জুন রাত ১ টায় চকচন্ডি বিওপি’র টহল কমান্ডার সুবেদার মোঃ ইদ্রিস আলীর নেতৃত্বে বাংলাদেশের অভ্যন্তরে চককালু এলাকায় অভিযান চালিয়ে ২০০ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করা হয়। এছাড়াও একই দিন ভোররাত ৪ টায় পাগলাদেওয়ান বিওপি’র টহল কমান্ডার নায়েব সুবেদার মাহাবুবুর রহমান সহ সঙ্গীয় ফোর্স তেরগাতী নামক এলাকায় অভিযান পরিচালনা করে ১৮ বোতল ভারতীয় মদ আটক করা হয়।
সম্প্রতি পত্নীতলার ১৪ বিজিবি’র অধিনায়ক হিসেবে লেঃ কর্ণেল মোঃ হামিদ উদ্দিন, পিএসসি যোগদানের পর থেকে সীমান্ত এলাকায় কঠোর নজরদারি লক্ষ করা গেছে এবং মাদক বিরোধী অভিযান ও জনসচেতনতামুলক প্রাচারাভিযান অব্যাহত রেখেছে সংশ্লিষ্ট বিওপি কমান্ডারগণ।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।