কোটাবিরোধী আন্দোলন ঘিরে সংঘাত ও সহিংতার ঘটনায় সারাদেশে গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। গত দুদিনে শুধুমাত্র ঢাকা থেকেই ১ হাজার ১১৭ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।মঙ্গলবার ডিএমপির মিডিয়া শাখার ডিসি গোলাম ফারুক গণমাধ্যমকে বলেন, সোমবার রাতে গ্রেপ্তার করা হয়েছে ৬০১ জনকে, বাকীদের গ্রেপ্তার রোববার।
জানা গেছে গ্রেফতারকৃতদের রাজধানীর বিভিন্ন থানা থেকে ঢাকার সিএমএম আদালতে হাজির করা হয়। তাদের অনেককে রিমান্ড না দিয়ে কারাগারে পাঠানো হচ্ছে। আবার গ্রেফতারকৃত কোন কোন ব্যক্তিকে রিমান্ডে নিচ্ছে পুলিশ।
কোটা সংস্কার আন্দোলন ঘিরে ঘটে যাওয়া সহিংসতার ঘটনায় বিভিন্ন থানায় নানা অভিযোগে মামলা করেছে পুলিশ। সহিংসতায় জড়িত ব্যক্তিদের গ্রেফতারে অভিযান শুরু করা হয়েছে বলে রোববার পুলিশের কর্মকর্তারা জানিয়েছেন।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।