লকডাউন না মানায় চেয়ার হারাতে হল ব্রিটিশ প্রধানমন্ত্রীর উপদেষ্টার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: বুধবার ৬ই মে ২০২০ ১১:৩৯ অপরাহ্ন
লকডাউন না মানায় চেয়ার হারাতে হল ব্রিটিশ প্রধানমন্ত্রীর উপদেষ্টার

মহামারী করোনাভাইরাস এই পরিস্থিতে সরকার ঘোষিত লকডাউন না মানায় চেয়ার হারাতে হয়েছে ব্রিটিশ প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও দেশটির জরুরি বৈজ্ঞানিক পরামর্শক দলের (এসএজিই) অন্যতম সদস্য প্রফেসর নিল ফার্গুসনের।

ফার্গুসন নিজ থেকে পদ ছেড়ে দেয়ার ঘোষণা দিয়ে একটি বিবৃতি দিয়েছেন বলে ব্রিটিশ সংবাদমাধ্যমে খবর প্রকাশ করা হয়েছে।

বিবৃতিতে প্রফেসর ফার্গুসন বলেন, আমি স্বীকার করছি, আমার একটি বিচারে ভুল ছিল এবং একটা ভুল পদক্ষেপ নিয়েছি। এ কারণে আমি এসএজিই থেকে সরে দাঁড়াচ্ছি।

তবে ব্রিটিশ সংবাদমাধ্যম বলছে, ফার্গুসনের পদত্যাগের সঙ্গে সম্প্রতি ডেইলি টেলিগ্রাফে প্রকাশিত নারী সম্পর্কিত একটি ঘটনার যোগসূত্র রয়েছে।

ওই খবরে অভিযোগ করা হয়েছিল, ওই নারী প্রফেসর ফার্গুসনের ‘বিবাহিত প্রেমিকা’। তিনি লকডাউনের মধ্যেই ফার্গুসনের বাড়িতে গিয়েছিলেন