করোনায় বিশ্বে সুস্থতার হার ২৭%, বাংলাদেশ ২%

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: বৃহঃস্পতিবার ২৩শে এপ্রিল ২০২০ ০২:০২ পূর্বাহ্ন
করোনায় বিশ্বে সুস্থতার হার ২৭%, বাংলাদেশ ২%

প্রাণঘাতী নোভেল করোনাভাইরাসে (কোভিড-১৯) অন্যান্য দেশের মতো সংকটময় অবস্থায় বাংলাদেশও। সোমবার (২১ এপ্রিল) পর্যন্ত দেশে করোনায় রোগী শনাক্ত হয়েছে ৩ হাজার ৩৮২ জন। এর মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৮৭ জন; যা মোট রোগীর ২ দশমিক ৫৭ শতাংশ।এক পরিসংখ্যানে দেখা গেছে, এই সুস্থতার হার দক্ষিণ এশিয়া ও ভাইরাসটিতে সর্বাধিক আক্রান্ত দেশগুলোর মধ্যে সবচেয়ে কম।

এদিকে বুধবার (২৩ এপ্রিল) গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত নতুন রোগী শনাক্ত হয়েছে ৪৩৪ জন। অপর দিকে, ২৪ ঘণ্টায় পুরোনো রোগীদের মধ্যে সুস্থ হয়ে উঠেছে মাত্র দুইজন। রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) এই তথ্য জানায়।

ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে ভারতে ১৮ হাজার ৯৮৫ আক্রান্তের মধ্যে সুস্থ হয়ে উঠেছে ৩ হাজার ২৭৩ জন। দেশটিতে সুস্থতার হার ১৭ দশমিক ২৪ শতাংশ। পাকিস্তানে সুস্থতার হার আরও বেশি ২১ দশমিক ৬৭ শতাংশ। দেশটিতে ৯ হাজার ৫৬৫ আক্রান্তের মধ্যে ২ হাজার ৭৩ জন সুস্থ হয়ে উঠেছে।

গত মঙ্গলবার (২১ এপ্রিল) রাত ১১টা পর্যন্ত ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, করোনাভাইরাসে সারা বিশ্বে গড় সুস্থতার গড় হার ২৭ শতাংশ।

স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা গণমাধ্যমকে জানান, করোনাভাইরাস আক্রান্ত রোগীদের পুরোপুরি সুস্থ ঘোষণা করতে কমপক্ষে ২৮ দিন সময় লাগে। যেহেতু বাংলাদেশে ৮ মার্চ থেকে করোনাভাইরাসের রোগী শনাক্ত হয়েছে। তাই সন্তোষজনক সুস্থতার হার পেতে আরও কিছুদিন সময় লাগবে।