ইতালিতে করোনায় প্রথম বাংলাদেশির মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: শনিবার ২১শে মার্চ ২০২০ ১০:২৩ পূর্বাহ্ন
ইতালিতে করোনায় প্রথম বাংলাদেশির মৃত্যু

প্রাণঘাতি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ইতালিতে প্রথম একজন প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে।শুক্রবার স্থানীয় সময় রাত ৮ টায় মিলানের নিগোয়ারা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ৫৫ বছর বয়সী ওই ব্যক্তি।জানা যায়, ১৫ দিন আগে অসুস্থ হয়ে ইতালির মিলান শহরের নিগোয়ারা হাসপাতালে ভর্তি হন গোলাম মাওলা নামে ওই ব্যক্তি। সেখানে তার শরীরে করোনাভাইরাস ধরা পড়ে।

তার স্ত্রীও করোনায় আক্রান্ত হয়েছেন। পুরো পরিবারকে হোমকোয়ারেন্টাইন রাখা হয়েছে। মৃত্যুকালে তিনি এক ছেলে ও এক মেয়ে রেখে গেছে।মরদেহ স্বজনদের কাছে কীভাবে, কখন হস্তান্তর করা হবে সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। তার গ্রামের বাড়ি নোয়াখালী।এদিকে তার মৃত্যুতে ইতালিতে প্রবাসী বাংলাদেশিদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

ইনিউজ ৭১/ জি.হা