বিশ্বের সবচেয়ে বড় প্রাকৃতিক মুক্তার সন্ধান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: রবিবার ২০শে অক্টোবর ২০১৯ ০৭:৪৫ অপরাহ্ন
বিশ্বের সবচেয়ে বড় প্রাকৃতিক মুক্তার সন্ধান

সন্ধান মিলেছে বিশ্বের সবচেয়ে পুরাতন প্রাকৃতিক মুক্তার। আবুধাবির মারওয়াহ উপত্যকায় এটি খুঁজে পেয়েছেন সেখানকার প্রত্নতত্ত্ববিদরা। মুক্তাটি অন্তত ৮ হাজার বছরের পুরনো বলে ধারণা করছেন তারা। খবর দ্য ন্যাশনালের।​

আবুধাবি শহর থেকে ১৬০ কিলোমিটার পশ্চিমে অবস্থিত মিরফা উপকূলের কাছে মারওয়াহ উপত্যকা থেকে উদ্ধার হয় মহামূল্যবান এই রত্নটি। শহরের কালচার অ্যান্ড ট্যুরিজম ডিপার্টমেন্টের প্রত্নতাত্ত্বিকেরা কার্বন ডেটিং পদ্ধতি ব্যবহার করে দেখতে পান, খ্রিস্টপূর্ব ৫৮০০ থেকে ৫৬০০ অব্দের মধ্যে মুক্তাটির উৎপত্তি হয়েছিল।প্রত্নতাত্ত্বিকেরা বলছেন, এ নতুন আবিষ্কারের অর্থ, আবুধাবিতে ৮ হাজার বছর পূর্বেই মানুষ মুক্তার ব্যবহার শুরু করেছিল। একইসঙ্গে এটাই পৃথিবীতে পাওয়া যাওয়া প্রাকৃতিক মুক্তার মধ্যে সবচেয়ে পুরনো।

হাজার হাজার বছরের ইতিহাসের সাক্ষী এই রত্নটিকে আগামী ৩০ অক্টোবর আবুধাবির ল্যুভর বলে পরিচিত জায়েদ ন্যাশনাল মিউজিয়ামে প্রদর্শনীর জন্য রাখা হবে। শহরের সাদিয়াত উপত্যকায় জাদুঘরটি নির্মাণের শেষ পর্যায়ের কাজ চলছে।

ইনিউজ৭১/জিয়া