জুলাই অভ্যুত্থানের শহীদদের স্বীকৃতির দাবি- হাসনাত আব্দুল্লাহ

নিজস্ব প্রতিবেদক
শফিউল আলম রাজীব, জেলা প্রতিনিধি কুমিল্লা
প্রকাশিত: বৃহঃস্পতিবার ৯ই জানুয়ারী ২০২৫ ১০:৫২ অপরাহ্ন
জুলাই অভ্যুত্থানের শহীদদের স্বীকৃতির দাবি- হাসনাত আব্দুল্লাহ

সরকারের ঘোষণাপত্রে জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ও আহতদের স্বীকৃতি দেওয়ার আহ্বান জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেছেন, ১৫ জানুয়ারির মধ্যে ‘প্রক্লেমেশন অব জুলাই রেভ্যুলেশন’ ঘোষণা করতে হবে।  


বৃহস্পতিবার বিকেলে দেবীদ্বার উপজেলা সদরে জনসংযোগ ও লিফলেট বিতরণকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ দাবি জানান। হাসনাত আব্দুল্লাহ বলেন, জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহতদের আর্তনাদ এখনো শোনা যায়। তাদের যথাযথ স্বীকৃতি ও পুনর্বাসন হচ্ছে না। আমলাতান্ত্রিক জটিলতার কারণে তারা তাদের অধিকার থেকে বঞ্চিত। সরকারের ঘোষণাপত্রে এসব শহীদ ও আহতদের নাম এবং তাদের অবদানের স্বীকৃতি থাকা উচিত।  


তিনি আরও বলেন, ৭১ ও ২৪ সালের সংগ্রামের ধারাবাহিকতা এবং তাদের গুরুত্ব ঘোষণাপত্রে সুনির্দিষ্টভাবে উল্লেখ করতে হবে। ১৯৭১ সালে পাকিস্তানি শাসনের বিরুদ্ধে লড়াই ছিল আর ২০২৪ সালের লড়াই ছিল অভ্যন্তরীণ ফ্যাসিবাদের বিরুদ্ধে। দুই ক্ষেত্রেই দেশের জনগণ অন্যায়ের বিরুদ্ধে দৃঢ় অবস্থান নিয়েছিল।  


বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা জনগণের সঙ্গে সাক্ষাৎ করে তাদের চাওয়া-পাওয়া সম্পর্কে জানবেন বলে জানান তিনি। তাদের লক্ষ্য এমন একটি বাংলাদেশ গড়া যেখানে কোনো ধরনের বৈষম্য, ফ্যাসিবাদ বা দুঃশাসন থাকবে না।  


এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন। কুমিল্লা জেলা যুগ্ম আহ্বায়ক কাজী নাসির, উপজেলা সমন্বয়ক মুহতাদির যারিফ সিক্ত, জাতীয় নাগরিক কমিটির প্রতিনিধি নাজমুল হাসান নাহিদসহ অনেকে এই জনসংযোগ কর্মসূচিতে অংশ নেন।