
প্রকাশ: ৩ ডিসেম্বর ২০২৫, ১৬:৪০

রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার চিকিৎসাকে কেন্দ্র করে কড়া নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বুধবার (৩ ডিসেম্বর) সকাল থেকে হাসপাতালের প্রধান গেট ও আশপাশের এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর দুই প্লাটুন সদস্য মোতায়েন করা হয়। বিজিবির দায়িত্বশীল কর্মকর্তা আলতাফ হোসেন জানান, একটি প্লাটুন হাসপাতালের মূল গেটে নিরাপত্তা দায়িত্ব পালন করছে এবং আরেকটি প্লাটুন সার্বক্ষণিক টহলে রয়েছে, যাতে জনসমাগম নিয়ন্ত্রণ ও নিরাপত্তা নিশ্চিত করা যায়।
