বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, “যাদের পয়সায় আমাদের বেতন হয়, লেখাপড়ার খরচ চলে, দেশের উন্নয়ন ও সমৃদ্ধি ঘটে—সেসব খেটে খাওয়া মানুষের জন্যই আমাদের কাজ করতে হবে।”
শুক্রবার বেলা ১১টায় জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজে প্রাক্তন ক্যাডেটদের ১ম পুনর্মিলনী–২০২৫ উপলক্ষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিন দিনব্যাপী আয়োজিত এই পুনর্মিলনীর দ্বিতীয় দিনটি ছিল বিশেষ আড়ম্বরপূর্ণ। প্রাক্তন ক্যাডেটদের ব্যাচভিত্তিক শোভাযাত্রা, স্মৃতিচারণ, সাংস্কৃতিক পরিবেশনা ও বিভিন্ন শিক্ষামূলক কার্যক্রমে ক্যাম্পাসজুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির পাশাপাশি উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলা প্রশাসক আফরোজা আখতার চৌধুরী, পুলিশ সুপার মোঃ আব্দুল ওয়াহাব, কলেজের অধ্যক্ষ আরিফুল, সেনাপ্রধানের স্ত্রী কমলিকা জামান, প্রাক্তন ক্যাডেট এসোসিয়েশনের সভাপতি মৌসুমি শিখা, এবং কলেজের কর্মকর্তা–শিক্ষকবৃন্দ।
সেনাপ্রধান তাঁর বক্তব্যে নারীর ক্ষমতায়ন, বর্তমান ও প্রাক্তন ক্যাডেটদের সফলতা, এবং দেশসেবার মনোভাব গঠনে ক্যাডেট কলেজগুলোর ভূমিকার প্রশংসা করেন। তিনি বলেন, দেশের ভবিষ্যৎ নেতৃত্ব তৈরি হয় এমন প্রতিষ্ঠানগুলোতে। এজন্য সকলের সম্মিলিত প্রচেষ্টা ও দায়িত্বশীলতার ওপর গুরুত্ব দেন তিনি।
জেনারেল ওয়াকার-উজ-জামান ক্যাডেটদের উদ্দেশে আরও বলেন, “শিক্ষা, শৃঙ্খলা ও দেশপ্রেমকে সম্বল করে এগিয়ে গেলে জাতি আরো সমৃদ্ধ হবে। দেশকে এগিয়ে নিতে প্রত্যেককে নিজ নিজ ক্ষেত্রে দক্ষতা ও সততার পরিচয় দিতে হবে।”