প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৫, ১৭:১৫
টাঙ্গাইলের গোপালপুর উপজেলায় ‘লেয়ার মুরগি ফার্ম এন্ড হ্যাচারী’ নামে প্রতারণামূলক আর্থিক চক্রের শিকার হয়ে অনেকে কোটি টাকার ক্ষতির শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। ভুক্তভোগীরা জানিয়েছেন—প্রতারণাকারীরা পাঁচশত টাকা jäsen ফি নিয়ে হাইব্রিড জাতের ২০টি মুরগি, ২১ মাস পর্যন্ত ফ্রি খাদ্য, ঔষধ ও ভ্যাকসিন দেওয়ার কথা বলে লোকজনকে আকৃষ্ট করেছিল। পাশাপাশি কিস্তিতে দেয়া হবে দোতলা কাঠের ঘর এবং গ্রুপ লিডার পদের জন্য নির্দিষ্ট ফি নিলে প্রতিমাসে বেতন ও ডিম কমিশন দেওয়ার লোভ দেখানো হয়।