প্রকাশ: ২৪ আগস্ট ২০২৫, ১৬:৯
কুমিল্লার দেবিদ্বার উপজেলায় একটি সড়ক দুর্ঘটনায় একই পরিবারের চারজন নিহত হওয়ার ঘটনা ঘটেছে। দুর্ঘটনার মূল কারণ হিসেবে শনাক্ত করা হয়েছে হানিফ পরিবহনের একটি বাসের উল্টো পথে চলাচল। রোববার (২৪ আগস্ট) দুপুরে খাদঘর মানামা হোটেলের সামনের মাঠ থেকে পুলিশ উক্ত বাসটি জব্দ করে।
ময়নামতি হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল বাহার মজুমদার জানান, শুক্রবার দুর্ঘটনার সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করে বাসটিকে শনাক্ত করা হয়। সিসিটিভিতে দেখা যায়, হানিফ পরিবহনের বাসটি উল্টো পথে চলাচল করছিল। এ কারণে সিমেন্ট বোঝাই কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেট কারের ওপর উল্টে পড়ে এবং ঘটনাস্থলেই পরিবারের চারজন নিহত হন।
ঘটনার পর বাসটি খাদঘর এলাকায় রেখে চালক এবং হেলপার গোপন হন। পুলিশ বলেছে, বাসটি জব্দ করা হলেও এখনও চালক বা হেলপারকে গ্রেপ্তার করা যায়নি। তাদের খুঁজে বের করতে অভিযানের কাজ অব্যাহত রয়েছে।
প্রসঙ্গত, দুর্ঘটনাটি শুক্রবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোড ইউটার্নে ঘটে। প্রাইভেট কারটির ওপর উল্টে যাওয়া কাভার্ডভ্যানে চারজন নিহত হয়েছেন। নিহতরা একই পরিবারের সদস্য।
পরিবারের পক্ষ থেকে শুক্রবার রাতে বাদী হয়ে আবুল কালাম সদর দক্ষিণ মডেল থানায় মামলা করেছেন। মামলায় কাভার্ডভ্যান এবং হানিফ পরিবহনের অজ্ঞাতনামা চালক উভয়কে আসামি করা হয়েছে। মামলা সড়ক পরিবহন আইনের অধীনে দায়ের করা হয়েছে।
পুলিশ বলেছে, সিসিটিভি ফুটেজ এবং স্থানীয় প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য অনুযায়ী দুর্ঘটনার কারণ স্পষ্ট। বাসটি উল্টো পথে চলাচল করায় নিয়ন্ত্রণ হারানো কাভার্ডভ্যান প্রাইভেট কারের ওপর উল্টে পড়েছে।
এ ঘটনায় স্থানীয় জনগণ এবং নিহত পরিবার গভীর শোক প্রকাশ করেছে। তারা দ্রুত অভিযুক্ত চালক ও হেলপারদের গ্রেপ্তার এবং দায়ীদের শাস্তি নিশ্চিত করার জন্য আহ্বান জানিয়েছেন।
দুর্ঘটনার পর সড়ক নিরাপত্তা এবং নিয়ন্ত্রণ ব্যবস্থার তত্ত্বাবধানে আরও কঠোর মনিটরিং করার প্রয়োজনীয়তা সামনে এসেছে। স্থানীয় প্রশাসন এবং পুলিশ জনগণকে সতর্ক থাকার জন্য বার্তা দিয়েছে এবং দুর্ঘটনার পুনরাবৃত্তি রোধে পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছে।