প্রকাশ: ৮ আগস্ট ২০২৫, ১৭:৫২

গাজীপুর জেলার কোনাবাড়ি এলাকা থেকে এক নাবালিকা অপহরণের ১৭ দিন পর ভিকটিমকে উদ্ধার এবং মামলার প্রধান আসামি বিপ্লব রানা (২২)কে গ্রেফতার করেছে সিপিসি-৩, র্যাব-১৪, টাঙ্গাইল ক্যাম্প।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ভিকটিম কেরামজানি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণিতে পড়াশোনা করছিল। স্কুলে যাতায়াতের পথে আসামি বিপ্লব রানা প্রায়ই প্রেমের প্রস্তাব দিয়ে তাকে উত্যক্ত করত।
এ ঘটনায় ভিকটিমের বাবা আসামীদের এমন আচরণ থেকে বিরত থাকার জন্য সতর্ক করেন। কিন্তু তারা সতর্কবার্তা উপেক্ষা করে ক্ষিপ্ত হয়ে ওঠে।
গত ২১ জুন ২০২৫ বিকাল প্রায় ৪টা ৪৫ মিনিটে ভিকটিম ধনবাড়ী বাজারের ডাচ বাংলা এটিএম বুথে টাকা তুলতে যায়। ওই সময় পূর্বপরিকল্পনা অনুযায়ী আসামিরা সিএনজিযোগে এসে তাকে জোরপূর্বক অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়।
এ ঘটনায় ভিকটিমের বাবা টাঙ্গাইল জেলার ধনবাড়ী থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। মামলাটি নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ এর ৭/৩০ ধারায় রুজু করা হয়।

মামলা রুজুর পর সিপিসি-৩, র্যাব-১৪, টাঙ্গাইল ক্যাম্প ছায়া তদন্ত শুরু করে এবং আসামীদের গ্রেফতার ও ভিকটিমকে উদ্ধারে তৎপর হয়।
অবশেষে, ৭ আগস্ট ২০২৫ বিকাল প্রায় ৪টা ১০ মিনিটে গাজীপুর জেলার কোনাবাড়ি থানাধীন বাইমাইল ১২ নম্বর ওয়ার্ড এলাকায় অভিযান চালিয়ে ভিকটিমকে উদ্ধার এবং বিপ্লব রানা নামে প্রধান আসামিকে গ্রেফতার করা হয়।

উদ্ধারকৃত ভিকটিমকে নিরাপদ হেফাজতে নেয়া হয়েছে এবং গ্রেফতারকৃত আসামিকে মামলার তদন্তকারী কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে বলে র্যাব জানিয়েছে।