প্রকাশ: ৮ আগস্ট ২০২৫, ১৭:৭
টাঙ্গাইলের মির্জাপুর থানায় দায়ের হওয়া বহুল আলোচিত তেল ডাকাতি মামলার এক আসামিকে গ্রেফতার করেছে র্যাব-১৪, সিপিসি-৩, টাঙ্গাইল ক্যাম্প। গ্রেফতারকৃতের নাম মোফাজ্জল মিয়া (৪৫)। বৃহস্পতিবার (৭ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে গাজীপুর জেলার সালনা বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
মামলার এজাহার সূত্রে জানা যায়, বাদী মো. আবুল বাশার (২৮) নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মেসার্স এন আর ট্রান্সপোর্ট এজেন্সির অফিস স্টাফ। গত বছরের ২৮ নভেম্বর সন্ধ্যায় প্রতিষ্ঠানটির ভাড়াকৃত একটি ট্রাকে ৪৫ ড্রাম সয়াবিন তেল, ১৫ ড্রাম পাম অয়েল, খালি ড্রাম এবং লেবার বিলসহ মোট ১৯ লাখ ৯৮ হাজার ৪৫০ টাকার মালামাল নারায়ণগঞ্জ থেকে জয়পুরহাটের কালাই থানার পাঁচশিরা বাজারে পাঠানো হয়।
পরদিন ২৯ নভেম্বর ভোররাতে, টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ফতেপুর ইউনিয়নের শুভূল্যা এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ঘটনাটি ঘটে। ওই সময় একটি হাইয়েস গাড়িতে থাকা ৭-৮ জন দুষ্কৃতকারী ডিবি পুলিশের পরিচয়ে ট্রাকটি থামায়।
দুষ্কৃতকারীরা ট্রাক চালক ও হেলপারকে হাত-পা ও মুখ কসটেপ দিয়ে বেঁধে রাস্তার পাশে ফেলে দেয়। এরপর ট্রাকে থাকা ৬০ ড্রাম তেল এবং নগদ ১০ হাজার টাকা নিয়ে যায়। ডাকাতির ঘটনায় বাদী আবুল বাশার মির্জাপুর থানায় মামলা করেন।
মামলাটি রুজু হয় ২ ডিসেম্বর ২০২৪ তারিখে, মামলা নং-০২, ধারা ১৭০/১৭১/৩৯৫ পেনাল কোড ১৮৬০। মামলা হওয়ার পর থেকেই র্যাব-১৪ ছায়া তদন্ত শুরু করে এবং জড়িতদের শনাক্তে কাজ চালিয়ে যায়।
গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে র্যাব-১৪-এর আভিযানিক দল গাজীপুরের সালনা বাজার এলাকায় অভিযান চালায়। এ সময় তেল ডাকাতি মামলার অন্যতম আসামি মোফাজ্জল মিয়াকে গ্রেফতার করা হয়।
র্যাব জানিয়েছে, আটককৃতকে মির্জাপুর থানায় হস্তান্তর করা হয়েছে। মামলার বাকি আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
আইনশৃঙ্খলা বাহিনী বলছে, এই ধরনের তেল ডাকাতি চক্র সড়কপথে পণ্য পরিবহনে বড় ধরনের ঝুঁকি তৈরি করছে, যা নির্মূল করতে নিয়মিত অভিযান চালানো হবে।