প্রকাশ: ৩০ জুলাই ২০২৫, ১৮:৩৮
টাঙ্গাইলের গোপালপুর বাজারে দীর্ঘদিন ধরে ফুটপাত দখল করে গড়ে ওঠা অস্থায়ী দোকানপাটে চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছিল। পথচারীদের দুর্ভোগ এবং যানজট বেড়ে যাওয়ায় অবশেষে উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে পরিচালিত হলো উচ্ছেদ অভিযান। বুধবার সকালে গোপালপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তুহিন হোসেন এই অভিযান পরিচালনা করেন।
অভিযানে বাজারের মূল সড়কের পাশের বেশ কয়েকটি অবৈধ দোকান উচ্ছেদ করা হয়। অভিযানের সময় দোকানদারদের সতর্ক করে বলা হয়, ভবিষ্যতে আর কেউ ফুটপাত দখল করে ব্যবসা করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ইউএনও তুহিন হোসেন বলেন, ফুটপাত পথচারীদের চলাচলের জন্য, ব্যবসার জন্য নয়। জনস্বার্থে ফুটপাত দখলমুক্ত রাখতে হবে। যারা সরকারি জায়গা দখল করে দোকান বসিয়েছেন, তাদের এখনই সরতে হবে। সাধারণ মানুষের চলাচলের স্বার্থে এই অভিযান চলমান থাকবে।
উচ্ছেদ অভিযানে সহযোগিতা করেন গোপালপুর থানার পুলিশ সদস্য, পৌরসভার কর্মকর্তা এবং উপজেলা প্রশাসনের অন্যান্য দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা। একসাথে তারা পুরো বাজার এলাকায় ঘুরে ঘুরে অভিযান পরিচালনা করেন এবং তৎক্ষণাৎ অবৈধ স্থাপনাগুলো ভেঙে ফেলেন।
দীর্ঘদিন ধরে বাজার এলাকায় ফুটপাত দখল করে চলছিল নানা ধরনের অস্থায়ী দোকান। ফলে স্কুলগামী শিক্ষার্থী, নারী ও বৃদ্ধদের চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হতো। যানবাহন চলাচলেও প্রতিবন্ধকতা দেখা দিত।
স্থানীয়রা জানান, অবৈধ দখলের কারণে অনেকেই হাঁটতে পারতেন না। প্রশাসনের এমন উদ্যোগকে তারা সাধুবাদ জানিয়ে বলেন, এটি যেন একবারের জন্য না হয়ে নিয়মিত হয়।
সচেতন নাগরিকদের মতে, এ ধরনের অভিযান যদি নিয়মিত পরিচালিত হয় তবে বাজার এলাকায় শৃঙ্খলা ফিরবে এবং সাধারণ মানুষের চলাচলে স্বস্তি আসবে।
গোপালপুর উপজেলার প্রশাসনের এমন উদ্যোগে যেমন পথচারীদের স্বস্তি ফিরেছে, তেমনি নগর শৃঙ্খলার জন্য এটি একটি ইতিবাচক বার্তা। আশা করা যায়, ভবিষ্যতেও এমন পদক্ষেপ অব্যাহত থাকবে।