প্রকাশ: ২৪ জুলাই ২০২৫, ১৭:১৪
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আটাপুর ইউনিয়নের উচাই কাঁচা বাজারে ঝড়ে পড়ে আম গাছের ডালের নিচে চাপা পড়ে সজল হোসেন (৩৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে আটটার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত সজল ওই এলাকার সাজ্জাদ হোসেনের ছেলে এবং কৃষিকাজের সঙ্গে যুক্ত ছিলেন। সকালে হঠাৎ আকাশে কালো মেঘ জমে তীব্র ঝড়-বাদল শুরু হয়।
ঝড়ের সময় সজল কাঁচা বাজারে একটি টিনশেড ঘরে আশ্রয় নেন। তখনই একটি বড় আম গাছের ডাল ভেঙে ওই টিনশেড ঘরের উপর পড়ে যায়। সজল ওই টিনশেড ঘরের ছাদের উপর বসে থাকার কারণে গাছের ডালের নিচে চাপা পড়ে যান। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আটাপুর ইউনিয়ন পরিষদের সদস্য শফিকুল ইসলাম এই দুর্ঘটনার তথ্য নিশ্চিত করেছেন। স্থানীয়দের মতে, ঝড়-বাদলের কারণে গাছের ডালটি ভেঙে পড়ার ফলে ওই সময় কেউ আশ্রয় নিতে না পারলে আরও বড় বিপর্যয় ঘটতে পারতো। এলাকাবাসী বলছেন, ঝড়ের পূর্বেই কালো মেঘ আকাশ ঢাকা দিয়ে ঝড়-বৃষ্টির প্রস্তুতি নেওয়ার সংকেত ছিল। তারা আশা করছেন, এমন প্রাকৃতিক দুর্যোগে আগে থেকে সতর্কতা জারি এবং দ্রুত ত্রাণ ব্যবস্থা করা হবে। এতে এলাকার মানুষের জীবনরক্ষা সহজতর হবে।
এই মর্মান্তিক ঘটনা নিয়ে স্থানীয়রা শোকাহত এবং পরিবারটির পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন। ঝড়ের কারণে অল্প সময়ের মধ্যে এমন মর্মান্তিক দুর্ঘটনা ঘটায় এলাকায় গভীর শোক নেমে এসেছে। প্রশাসনও দ্রুত ব্যবস্থা নিয়ে হতাহত পরিবারকে সাহায্য করার প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে।