প্রকাশ: ১৫ জুলাই ২০২৫, ১৯:৯
টাঙ্গাইল মির্জাপুর থানার ডাকাতি প্রস্তুতি মামলার দুই আসামিকে পৃথক যৌথ অভিযানে গ্রেফতার করেছে র্যাব। সিপিসি-৩, র্যাব-১৪ টাঙ্গাইল ও সিপিএসসি, র্যাব-৫ রাজশাহীর যৌথ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ৭ ও ৮ জুলাই রাজশাহীর বিভিন্ন এলাকা থেকে ৩নং ও ৪নং আসামিদের গ্রেফতারে সক্ষম হয়। গত ১৫ মে ২০২৫ ভোররাতে মির্জাপুর থানাধীন ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ধেরুয়া ফ্লাইওভার এলাকায় ডাকাত দলের সদস্যরা পুলিশের পরিচয় দিয়ে ডাকাতির প্রস্তুতি নেয়ার তথ্য পেয়ে তৎক্ষণাৎ অভিযান চালিয়ে দুই আসামিকে আটক করা হয়। তাদের মধ্যে একজন নিজেকে পুলিশের এসআই পরিচয় দিয়ে আসল উদ্দেশ্য লুকানোর চেষ্টা করলেও আটক হওয়া দুইজনসহ মোট চার আসামির বিরুদ্ধে এজাহার দায়ের করা হয়েছে। এরপর তদন্তে র্যাব ব্যাপক কাজ শুরু করে এবং অভিযানের মাধ্যমে আসামিদের আইনের আওতায় আনে।
রাজশাহীর মোহনপুর থানাধীন বসন্তকেদার এলাকায় ৭ জুলাই রাত ১০টায় টাঙ্গাইলের ৪নং আসামী আমিনুলকে গ্রেফতার করা হয়। পরবর্তী দিন রাত ১১টায় রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানাধীন ব্যাংক টাউন আবাসিক এলাকা থেকে টাঙ্গাইল মির্জাপুর থানার ৩নং আসামী মোঃ তানভীর @ ইব্রাহিম মিলনকে আটক করা হয়। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মির্জাপুর থানার তদন্তকারী কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়েছে।
গ্রেফতারের এই অভিযানে টাঙ্গাইল ও রাজশাহী র্যাবের সমন্বিত কার্যক্রমের মাধ্যমে স্থানীয় ও আন্তঃজেলা ডাকাতি ও অপরাধ প্রতিরোধে সাফল্য এসেছে। আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক থেকে জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত অভিযান অব্যাহত রাখবে বলে জানিয়েছে র্যাব। আসামিদের গ্রেফতারের ফলে এলাকার সাধারণ মানুষের মাঝে নিরাপত্তাবোধ বৃদ্ধি পেয়েছে। ভবিষ্যতেও এই ধরনের অপরাধ দমন করে শান্তি প্রতিষ্ঠার জন্য কার্যকর ব্যবস্থা নেওয়া হবে।