প্রকাশ: ২ জুলাই ২০২৫, ১৮:২৯
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচারী শাসক শেখ হাসিনার পতন ঘটে। তিনি আরও জানান, কোনো স্বৈরাচার দীর্ঘস্থায়ী হতে পারে না এবং ক্ষমতার মসনদে চিরস্থায়ী থাকার অধিকার কারো নেই। কুড়িগ্রামে অনুষ্ঠিত ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচির দ্বিতীয় দিনে এসব কথা বলেন তিনি। পথসভায় তিনি তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের জন্য সতর্কবার্তা দেন এবং বলেন, পরিকল্পনাটি যেন সুষ্ঠু ও বাস্তবসম্মতভাবে সম্পন্ন হয়, যাতে কুড়িগ্রামের উন্নয়ন পেছনে না পড়ে।
নাহিদ ইসলাম বলেন, বাংলাদেশে বৈষম্য দূর করতে না পারার জন্য আমরা এখনও একটি পূর্ণাঙ্গ বৈষম্যহীন দেশ গড়তে পারিনি। কুড়িগ্রাম জেলা তার বৈষম্য, অবহেলা ও বঞ্চনার জন্য পরিচিত। তিনি ফ্যাসিস্ট শাসন ব্যবস্থা থাকলেও সেটির পরিবর্তন হয়নি বলে উল্লেখ করেন। সেই মাফিয়াতন্ত্র, সন্ত্রাস ও দখলদারিত্ব আজও বিদ্যমান। তিনি এই অবস্থার পরিবর্তনের জন্য নতুন রাজনৈতিক দল এনসিপির সমর্থন কামনা করেন।
পটিয়ায় পুলিশের হামলার ঘটনা নিয়ে নাহিদ ইসলাম কঠোর হুঁশিয়ারি দেন। তিনি বলেন, কেউ যদি তাদের ছাত্র নেতাকর্মীদের উপর হামলা চালানোর চেষ্টা করে, তার ফল ভালো হবে না।
পদযাত্রা রংপুর থেকে কুড়িগ্রামের রাজারহাটে প্রবেশ করে ত্রিমোহনী বাজার দিয়ে ঘোষপাড়াস্থ মুক্তিযুদ্ধ স্মৃতি ফলকে এসে সমাবেশে পরিণত হয়। সমাবেশে দলের বিভিন্ন স্তরের নেতারা অংশ নেন।
নাহিদ ইসলাম ঘোষণা করেন, আগামী ৩ আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে বাংলাদেশ পুনর্গঠনের লক্ষ্যে একটি ইশতেহার ঘোষণা করা হবে। যারা গণঅভ্যুত্থানকে ব্যর্থ করতে চায়, তাদের বিরুদ্ধে ঐদিন প্রতিরোধ গড়ে তোলা হবে।
তিনি কুড়িগ্রাম-২ আসনের প্রার্থী হিসেবে ড. আতিক মুজাহিদের সমর্থন চাইেন এবং সমাবেশ শেষ করেন। এনসিপির কর্মীরা কুড়িগ্রাম থেকে নাগেশ্বরী উপজেলা হয়ে ফুলবাড়ী উপজেলায় যাবেন এবং সেখানে আরেকটি পথসভায় অংশ নেবেন।
জাতীয় নাগরিক পার্টির এই পদযাত্রা ও কর্মসূচি কুড়িগ্রামে নতুন রাজনৈতিক উদ্দীপনা জাগিয়ে তুলেছে এবং স্থানীয় মানুষের মধ্যে পরিবর্তনের আশার সঞ্চার করেছে।