প্রকাশ: ৮ মে ২০২৫, ১৭:৯
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার নিমতলা এলাকায় ঘটে গেছে এক মর্মান্তিক দুর্ঘটনা। একটি থেমে থাকা অ্যাম্বুলেন্সকে পেছন থেকে যাত্রীবাহী বাস চাপা দিলে প্রাণ হারান পাঁচজন যাত্রী। গুরুতর আহত অবস্থায় চিকিৎসা নিচ্ছেন আরও তিনজন।
বৃহস্পতিবার দুপুর আনুমানিক ১টার দিকে দুর্ঘটনাটি ঘটে। জানা যায়, একটি অ্যাম্বুলেন্স রোগী নিয়ে ঢাকার দিকে যাচ্ছিল। পথিমধ্যে নিমতলা এলাকায় পৌঁছালে হঠাৎ চাকা পাংচার হয়ে যায়। এ অবস্থায় মহাসড়কের পাশে থামিয়ে চাকা মেরামতের কাজ চলছিল। তখনই ঘটে বিপত্তি।
প্রত্যক্ষদর্শীরা জানান, চাকা মেরামতের সময় অ্যাম্বুলেন্সের আরোহীরা গাড়ির পাশেই অবস্থান করছিলেন। এমন সময় পেছন দিক থেকে আসা গোল্ডেন লাইন পরিবহণের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে অ্যাম্বুলেন্সে ধাক্কা দেয় এবং পাশে দাঁড়ানো যাত্রীদের উপর উঠে যায়।
এই দুর্ঘটনায় একজন নারী আরোহী ঘটনাস্থলেই মারা যান। বাকি আহতদের তাৎক্ষণিক উদ্ধার করে ঢাকায় নেওয়ার পথে আরও চারজনের মৃত্যু হয়। দুর্ঘটনার তীব্রতা এতটাই বেশি ছিল যে আশপাশের লোকজন মুহূর্তে ছুটে আসেন সাহায্যে।
শ্রীনগর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে। গুরুতর আহতদের ঢাকায় প্রেরণ করা হয়েছে এবং অন্যদের স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে চিকিৎসার জন্য।
শ্রীনগর ফায়ার সার্ভিস স্টেশন অফিসার দেওয়ান আজাদ জানান, ঘটনাস্থলে নিহত ব্যক্তির লাশ বর্তমানে হাইওয়ে পুলিশের হেফাজতে রয়েছে। দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত চলছে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যথাযথ আইনগত পদক্ষেপ গ্রহণের আশ্বাস দিয়েছে।
এই মর্মান্তিক দুর্ঘটনা গোটা এলাকায় শোকের ছায়া ফেলেছে। দুর্ঘটনা প্রতিরোধে এক্সপ্রেসওয়েতে ট্রাফিক নিয়ন্ত্রণ ও যানবাহনের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন স্থানীয়রা।