সিরাজগঞ্জের সলঙ্গা উপজেলায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১২ এর অভিযানে ৪০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে। গতকাল রাত ১১টায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ অভিযান চালানো হয়।
র্যাব-১২ সদর কোম্পানির এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সলঙ্গা থানার ধোপাকান্দি গ্রামের রিফা বেকারীর সামনের পাকা রাস্তায় অভিযান চালিয়ে মো. আবুল কালাম (২৮) ও মো. মমিন মিয়া (৩০) নামের দুই ব্যক্তিকে আটক করা হয়। তাদের কাছ থেকে ৪০ কেজি গাঁজা এবং মাদক ব্যবসায় ব্যবহৃত দুইটি মোবাইল ফোন জব্দ করা হয়।
গ্রেফতারকৃত দুজনই মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানার উত্তর ঝাউলাছড়া গ্রামের বাসিন্দা। র্যাব সূত্রে জানা গেছে, তারা দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে দেশের বিভিন্ন জেলায় পাচার করছিল।
র্যাব-১২ এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার দীপংকর ঘোষ গণমাধ্যমকে নিশ্চিত করেছেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সলঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
স্থানীয় বাসিন্দারা অভিযানের সাফল্যে সন্তোষ প্রকাশ করে বলেন, এলাকায় মাদক ব্যবসা বন্ধে কঠোর পদক্ষেপ কামনা করছেন তারা। র্যাবের এমন অভিযান মাদকবিরোধী কার্যক্রমকে আরও গতিশীল করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।