প্রকাশ: ৬ এপ্রিল ২০২৫, ১৯:৩২

জয়পুরহাট শহরের নতুন হাট এলাকায় কুসুম সুইটসের এক ওয়েটার রডের আঘাতে নিহত হয়েছেন। রোববার (৬ এপ্রিল) সকালে তন্দুর রুটি তৈরির কারিগরদের মধ্যে বিবাদের সময় এ ঘটনা ঘটে। নিহত জাহিদ হাসান (২৫) ফরিদপুরের নগর কান্দা উপজেলার রামগঞ্জ গ্রামের ইসাহাক মোল্লার ছেলে ছিলেন। তাকে হাসপাতালে নেওয়ার পর দুপুর আড়াইটার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।
