প্রকাশ: ৫ এপ্রিল ২০২৫, ১৯:৫৫
নওগাঁয় স্বাস্থ্য বিভাগের মহা পরিচালক অধ্যাপক ডাক্তার মো: আবু জাফর ও তাঁর স্ত্রী ডা: নূরুন নাহারকে খুশি করার উদ্দেশ্যে স্থানীয় স্বাস্থ্য বিভাগের কর্তা ব্যক্তিরা এক লাখ টাকার আয়োজন করেছেন। এ আয়োজনের মূল কেন্দ্র ছিল শহরের বিলাশবহুল হোটেল ‘মল্লিকা ইন’-এর ডাইনিং, যেখানে জাঁকজমকপূর্ণ ভূরিভোজ ও উপঢৌকনের ব্যবস্থা করা হয়। আয়োজনের খরচ যৌথভাবে ‘নওগাঁ সিভিল সার্জন অফিস, নওগাঁ আড়াইশো শয্যা হাসপাতাল ও নওগাঁ মেডিকেল কলেজ’ বহন করেছে।