প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০২৪, ০:৪০
শহরের সৌন্দর্য বাড়ানো এবং নাগরিকদের নির্বিঘ্নে চলাচলের জন্য শ্রীমঙ্গল পৌরসভা ফুটপাতে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে।
মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দুপুরে শ্রীমঙ্গল পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলামের নেতৃত্বে স্টেশন রোড, মৌলভীবাজার রোড এবং হবিগঞ্জ রোডসহ বিভিন্ন প্রধান সড়কে এই অভিযান পরিচালিত হয়। এ সময় শ্রীমঙ্গল পৌরসভার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
শ্রীমঙ্গল পৌরসভা কর্তৃপক্ষ জানিয়েছে, শহরের যানজট মুক্ত রাখার এবং সৌন্দর্য রক্ষার জন্য ইউএনও মো. ইসলাম উদ্দিনের নির্দেশে এই উচ্ছেদ অভিযান চালানো হয়। অভিযানে ফুটপাতে দোকান-পাট এবং ভাসমান ব্যবসায়ীদের পসরা উচ্ছেদ করা হয়। এসব দোকানগুলো ফুটপাতে বসানো থাকায় পথচারীদের চলাচলে বিঘ্ন ঘটছিল এবং রাস্তার সৌন্দর্য নষ্ট হচ্ছিল।
পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম বলেন, "আমাদের উদ্দেশ্য হলো, শহরের সৌন্দর্য রক্ষা এবং পথচারীদের জন্য নিরাপদ চলাচল নিশ্চিত করা। ফুটপাতে ব্যবসা করা কিছু দোকানি অবৈধভাবে বসে ছিলেন, যার কারণে সাধারণ মানুষ চলাচলে অসুবিধা পেত। আমরা তাদের সতর্ক করেছি এবং ভবিষ্যতে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।"
তিনি আরো জানান, "এ ধরনের অভিযান নিয়মিতভাবে চালানো হবে, যাতে শহরের ফুটপাতগুলো দখলমুক্ত থাকে এবং পথচারীরা নির্বিঘ্নে চলাচল করতে পারেন।"
এদিকে, পৌরসভা কর্তৃপক্ষের এই উদ্যোগে স্থানীয় ব্যবসায়ীরা কিছুটা অসন্তুষ্ট হলেও, তারা জানিয়েছেন যে, ভবিষ্যতে ফুটপাতে কোন প্রকার অবৈধ দোকান বসানো যাবে না।
অভিযানের সময় পৌরসভার অন্যান্য কর্মকর্তা-কর্মচারীসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।