
ঝালকাঠিতে সড়ক দুর্ঘটনায় মুক্তিযোদ্ধাসহ দুইজনের মৃত্যু

প্রকাশ: ৭ ডিসেম্বর ২০২৪, ৩:১১

ঝালকাঠির নলছিটিতে সড়ক দুর্ঘটনায় বীর মুক্তিযোদ্ধাসহ দুইজন নিহত হয়েছেন। শুক্রবার রাতে বরিশাল-ঝালকাঠি মহাসড়কের ষাইটপাকিয়া বাসস্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবদুস ছালাম।
নিহতদের মধ্যে একজন ঝালকাঠি সদর উপজেলার নথুল্লাবাদ ইউনিয়নের বাসিন্দা, মৃত অসিমুদ্দিরের ছেলে বীর মুক্তিযোদ্ধা মফিজুর রহমান (৮৫)। অন্যজন মাদারীপুর জেলার বকুলতলা এলাকার সিরাজুল হক তাহেনীর ছেলে আল আমিন তাহেনী (৪৫), যিনি ঝালকাঠি সদরের কলেজ রোড এলাকায় ভাড়া বাসায় থেকে দিনমজুরের কাজ করতেন।

পুলিশ ও স্থানীয়দের বরাতে জানা যায়, ঝালকাঠি থেকে বরিশালের দিকে যাওয়া একটি মোটরসাইকেল ষাইটপাকিয়া এলাকায় রাস্তা পার হতে থাকা মফিজুর রহমানকে ধাক্কা দেয়। এ সময় মোটরসাইকেল চালক আল আমিনও নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় ছিটকে পড়েন।
গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, নিহতদের লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলছে।
দুর্ঘটনার খবর এলাকাজুড়ে শোকের ছায়া নামিয়েছে। মুক্তিযোদ্ধা মফিজুর রহমানের মৃত্যুতে স্থানীয় মুক্তিযোদ্ধা সংগঠন শোক প্রকাশ করেছে।

এই দুর্ঘটনা সড়কে নিরাপত্তার ঘাটতির বিষয়টি আরও একবার সামনে এনেছে। প্রশাসনের পক্ষ থেকে পথচারী এবং যানবাহন চালকদের আরও সতর্ক হওয়ার আহ্বান জানানো হয়েছে।
www.enews71.com

সর্বশেষ সংবাদ
