প্রকাশ: ৬ ডিসেম্বর ২০২৪, ২৩:৪
নোয়াখালীর সদর উপজেলায় এক স্কুল শিক্ষকের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে পূর্ব চরমটুয়া ইউনিয়নের দক্ষিণ চরকাউনিয়া গ্রামে এই হামলার ঘটনা ঘটে। ভুক্তভোগী শিক্ষক মো. আব্দুস শহীদ মাস্টার (৫২), উত্তর শুল্লুকিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।
হামলায় অভিযুক্ত মাহবুবুর রহমান রাসেল (৩০), দক্ষিণ চরকাউনিয়া গ্রামের মৃত আনারুল হকের ছেলে এবং ভুক্তভোগী শিক্ষকের চাচাতো ভাই।
শিক্ষকের ভাগনে মো. মাহমুদুল হাসান জানান, ১০-১৫ জন যুবক বাড়িতে হামলা চালিয়ে শিক্ষকের স্ত্রী জান্নাতুল ফেরদাউস (৪০) ও ছেলের বউ জুলফা আক্তারকে (২০) গাছে বেঁধে রেখে ঘরে ভাঙচুর, লুটপাট এবং অগ্নিসংযোগ করে। বাধা দিতে গেলে শহীদ মাস্টারকে গুরুতর আহত করা হয়। আগুনে রান্নাঘর সম্পূর্ণ ও বসতঘরের কিছু অংশ পুড়ে যায়।
স্থানীয়রা হামলাকারীদের ধাওয়া দিয়ে রাসেল নামে একজনকে আটক করে গণপিটুনি দেয় এবং পুলিশে সোপর্দ করে। জমিজমা নিয়ে বিরোধের জের ধরে রাসেল এই হামলা ঘটায় বলে অভিযোগ।
হামলায় আহত শহীদ মাস্টার ও অভিযুক্ত রাসেল বর্তমানে নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। তবে রাসেলের স্বজনরা অভিযোগ অস্বীকার করে এটিকে ষড়যন্ত্র বলে দাবি করেছেন।
সুধারাম থানার ওসি (তদন্ত) আবু তাহের জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ভুক্তভোগী পরিবারকে লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে। অভিযোগ পেলে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।