প্রকাশ: ১২ আগস্ট ২০২৪, ০:৪১
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা নয় কেজি গাঁজা আটক করে পুলিশের নিকট হস্তান্তর করেছে। রোববার রাতে ভূরুঙ্গামারী উপজেলার জয়মনিরহাট ইউনিয়নের ছোটখাটামারী এলাকা থেকে গাঁজাগুলো আটক করা হয়।
শিক্ষার্থীরা জানায়, রোববার সন্ধ্যার পর জয়মনিরহাটের ছোটখাটামারী ব্রিজের রাস্তা দিয়ে মাথায় বস্তা নিয়ে আসা একজনকে দেখে শিক্ষার্থীদের সন্দেহ হয়। শিক্ষার্থীরা ওই ব্যক্তির পথরোধের চেষ্টা করে। এসময় ওই ব্যক্তি বস্তা ফেলে পালিয়ে যান। বস্তা খুলে দেখা যায় ভেতরে সবজির সাথে গাঁজা নিয়ে যাওয়া হচ্ছিল। এসময় সেখানে একটি মোবাইল ফোন পাওয়া যায়। স্থানীয় ইউপি সদস্যের সহযোগিতায় গাঁজাগুলো থানায় নেয়া হয়।ভূরুঙ্গামারী থানার ওসি রুহুল আমিন বলেন, শিক্ষার্থীরা ৯ কেজি ১০০ গ্রাম গাঁজা আটক করে থানায় জমা দিয়েছে। মাদক মামলা দায়ের করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।