প্রকাশ: ১১ আগস্ট ২০২৪, ১:৫৩
ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে মেরিনা বেগম (৪৫) মেয়ে সাথী আক্তার (১৪) নামে একই পরিবারের দুজন ও আব্দুল আলীম নামে একজনের মৃত্যু হয়েছে।
রোববার (১১ আগস্ট) দুপুরে জেলার রানীশংকৈল উপজেলার হোসেনগাঁও ইউনিয়নের উশধারী গ্রামে মা-মেয়ের মৃত্যুর ঘটনা ঘটে৷ তারা ওই গ্রামের সৈয়দ আলীর স্ত্রী ও মেয়ে। নিহত আব্দুল আলীম হরিপুর উপজেলার যাদুরানী পশ্চিম কলেজপাড়া গ্রামের নওশাদ আলীর ছেলে৷
বিষয়টি নিশ্চিত করেন নিহতের স্বামী ও বাবা মো. সৈয়দ আলী ও আমগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব হবিবর রহমান৷
স্থানীয়রা জানান, দুপুর সাড়ে ১২ টার দিকে মেরিনা বেগম ও তার মেয়ে সাথী আক্তার দুজনে মিলে ধানক্ষেতে নিড়ানি দিতে যায় এ সময় বৃষ্টি আসলে তারা বাড়ি ফেরার পথে হঠাৎ বজ্রপাতের কবলে পড়ে ঘটনাস্থলেই মারা যান তারা।
হরিপুর উপজেলার আমগাঁও ইউনিয়নের চেয়ারম্যান হবিবর রহমান বলেন,দুপুরে মাঠে কাজ করছিল সে। সেখানে বজ্রপাতে তাঁর মৃত্যু হয়।
এতে এলাকায় ও পরিবারের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।