প্রকাশ: ১৫ জুলাই ২০২৪, ০:২৭
পটুুয়াখালীর কলাপাড়ায় পানিতে ডুবে ফাহিমা আক্তার (২) নামের এক কন্যা শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার দুপুর সাড়ে ১২ টার দিকে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের নাওভাংগা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশু ফাহিমা ওই গ্রামের মো. মোস্তাফিজুর রহমানের মেয়ে।
সূত্র জানায়, বাড়ীর সবার অগোচরে নিজেদের পুকুর পাড়ে খেলতে গিয়ে শিশু ফাহিমা পানিতে পড়ে ডুবে যায়। অনেক খোঁজাখুজির পর পুকুর থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।