প্রকাশ: ২২ এপ্রিল ২০২৪, ৩:৩৮
কুমিল্লার দাউদকান্দিতে বাসচাপায় চারজন নিহত হয়েছেন। নিহতরা তিতাস উপজেলার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ। তাদের ধারণা, নিহতরা সবাই একই পরিবারের।
সোমবার (২২ এপ্রিল) রাত ৯টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দাউদকান্দির রায়পুর মালীখিল এলাকায় রাস্তা পার হওয়ার সময় একুশে পরিবহনের একটি বাস তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
হাইওয়ে থানার উপপরিদর্শক মো. আবু সেলিম রেজা এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, এক শিশুসহ তিন নারী রাস্তা পার হচ্ছিলেন। এ সময় একুশে পরিবহনের একটি বাস তাদের চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। ঘটনাস্থলেই তিন নারী মারা গেছেন। এ ঘটনায় শিশুটিকে আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেলে পাঠানো হলে পথে তার মৃত্যু হয়।
মৃতদেহ পুলিশ হেফাজতে রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে পুলিশ।