প্রকাশ: ১৪ মার্চ ২০২৪, ২৩:৪৫
ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলা মাহে রমজানে বাজার স্থিতিশীল রাখতে মনিটরিং কার্যক্রম পরিচালনা করেছে সরাইল উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার (১৪ মার্চ) দুপুরে সরাইল উপজেলা নির্বাহী অফিসার( ইউএনও) মো. মেজবা উল আলম ভূইঁয়া ও সরাইল থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমরানুল ইসলাম এ মনিটরিং কার্যক্রম চালান। এ সময় তারা সরাইল বাজারের মোদির দোকান, মুরগি, মাংস ও কাঁচা বাজারসহ বিভিন্ন দোকানে এ মনিটরিং কার্যক্রম চালান।
নির্বাহী ম্যাজিস্ট্রেট এ উপজেলা নির্বাহী অফিসার মো. মেজবা উল আলম ভূঁইয়া।বাজারের ক্রেতা বিক্রেতাদের সঙ্গে পণ্যের মূল্য নিয়ে কথা বলেন। এছাড়া তারা বিভিন্ন দোকানের ক্রয় মূল্যের সঙ্গে বিক্রয়মূল্য সঠিক আছে কিনা তা যাচাই করেন।
বাজার মনিটরিং শেষে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেজবা উল আলম ভূঁইয়া বলেন, বাজারে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে প্রশাসন ধারাবাহিকভাবে মনিটরিং কার্যক্রম চলবে।বাজার মনিটরিংকালে ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৫১ ধারায় সরাইল বাজারে ৩টি দোকানকে ১৫ হাজার টাকা জরিমানা আদায় করেন। সেই সাথে তাদেরকে সর্তক করে দেন।নিয়মিত মনিটরিং কার্যক্রম অব্যাহত থাকবে বলেও তিনি জানান।