প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৪, ০:৪৯
ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে রাণীশংকৈল-নেকমরদ সড়কের কুমারগন্জ সিরাজুলের ঘুন্টি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রিশাদ (২০) পৌর এলাকার ভান্ডারা গ্রামের দবিরুল ইসলামের ছেলে। আহত সন্দীপ রায় (১৮) একই এলাকার সুবাস চন্দ্র রায়ের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, নিহত রিশাদ ও সন্দীপ রায় নেকমরদ যাওয়ার পথে কুমারগন্জ সিরাজুলের ঘুন্টি নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সাথে ধাক্কা লেগে ঘটনাস্থলেই রিফাতের মৃত্যু হয়। সন্দীপ রায় গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন সন্দীপ রায়কে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় দায়িত্বরত চিকিৎসক তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
রাণীশংকৈল থানা অফিসার ইনচার্জ সোহেল রানা জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।