প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০২৩, ০:৩৯
লালমনিরহাটের হাতীবান্ধায় স্বামীর পর পুকুরের পানিতে ডুবে মারা গেছেন হাজেরা বেগম নামে এক নারী।
মঙ্গলবার (১৯ ডিসেম্বর) দুপুরে ওই উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের পশ্চিম বেজগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে। হাজেরা বেগম ওই এলাকায় মৃত আব্দুর রাজ্জাকের স্ত্রী।
স্থানীরা জানান, কিছুদিন ধরে মানসিক রোগী হাজেরা বেগম নিখোঁজ ছিলেন। মঙ্গলবার দুপুরে বাড়ির অদুরে পুকুরে তার লাশ ভেসে ওঠে। ধরণা করা হচ্ছে, রাতের কোনো সময় পুকুরে পড়ে তার মৃত্যু হয়। কয়েকবছর আগে তার স্বামী আব্দুর রাজ্জাকও পুকুরের পানিতে ডুবে মৃত্যু হয়।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন টংভাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম হোসেন।