প্রকাশ: ৫ ডিসেম্বর ২০২৩, ০:১৮
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা চেয়ারম্যান মশিউর রহমান মামুনের উদ্যোগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে খেলার সামগ্রী বিতরণ করা হয়েছে।
সোমবার বিকালে উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের ১ নং ওয়ার্ডের টগরটারি গ্রামে ও ৪ নং ওয়ার্ডের বাড়াইপাড়া এলাকায় খেলার মাঠে গিয়ে শিশুদের মাঝে ফুটবল, ভলিবল, নেট ও ক্রিকেট ব্যাট দেওয়া হয়। এ সময় উপজেলা চেয়ারম্যানের পক্ষে হাতীবান্ধা রক্তদান সংস্থার সভাপতি আব্দুল্লাহ আল-নোমান, হাতীবান্ধা রক্তদান সংস্থার সহ-সভাপতি জায়েদ ইবনে জাহিদ সহ হাতীবান্ধা রক্তদান সংস্থার ক্রিয়া-বিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান মিঠুন এ সামগ্রীগুলো বিতরণ করেন। খেলার সামগ্রী পেয়ে শিশুরা যেমন আনন্দিত তেমন অভিভাবকরা চেয়ারম্যান মশিউর রহমান মামুনকে ধন্যবাদ জানিয়েছেন।
এ বিষয়ে উপজেলা চেয়ারম্যান মশিউর রহমান মামুন বলেন লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা সীমান্তবর্তী হওয়ায় শিশু ও যুবকরা মাদকে দিন দিন আসক্ত হচ্ছে। মাদকের থেকে দূরে রাখতে আমার এই উদ্যোগ। তিনি আরো বলেন এই কার্যক্রম পুরো উপজেলায় অব্যাহত রয়েছে।