প্রকাশ: ২১ অক্টোবর ২০২৩, ২:২৯
ইলিশ ধরা নিষিদ্ধের সময় সাঁড়াশি অভিযানে অংশ হিসাবে পিরোজপুরের কাউখালীতে শনিবার (২১ অক্টোবর)সকালে উপজেলার সন্ধ্যা নদীতে নৌ-পুলিশ অভিযান চালায়। অভিযানা চলার সময় সন্ধা নদীর সুবিদপুর খালের মোহনায় ইলিশ জেলেরা নদীতে মাছ ধরার সময় নৌ-পুলিশের হাতে ২ জেলে আটক হয়।
আটককৃত জেলেরা হলেন সুবিদপুর গ্রামের জাকির হোসেনের ছেলে মোঃ শাহিন (২৫), একই গ্রামের বেলায়েত হোসেন হাওলাদারের ছেলে মোঃ কাইউম (১৯), এদরেকে উপজেলার লঞ্চঘাট সংলগ্ন নৌ-পুলিশ ফাঁড়িতে নিয়ে আসে।
এ সময় পুলিশের অসাবধানতার সুযোগ নিয়ে হ্যান্ডকাপ পড়ার পূর্বেই ফাড়িঁর দরজায় ধাক্কা দিয়ে দৌড়ে পালিয়ে যায়। দৌড়ে পালিয়ে যাবার সময় স্থানীয় লোকজনের সহায়তায় পুলিশ তাদেরকে আটকৃত চেষ্টা করলে পুলিশ ধরতে পারেনি।
এব্যাপারে নৌ-পুলিশের ইনচার্জ আব্দুল রাজ্জাক জানান, থুথু ফেলার কথা বলে দৌড়ে পালিয়ে যায়। তবে আটকৃতদের ধরার চেষ্টা চলছে। এই নিউজ পাঠাবার আগ পর্যন্ত নৌ পুলিশ তাদের গ্রেফতার করতে সক্ষম হয়নি।